পুজোর আগে ঠোঁটের আভা ফেরান

05 October 2023

পুজোর আগে ব্রণ তাড়াতে তৎপরতা দেখাচ্ছেন। কিন্তু ঠোঁটের যত্নে কোন পদক্ষেপ গ্রহণ করেছেন কি? ঠোঁটও মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে।

অনেক সময় ধূমপানের কারণে ঠোঁট কালো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবেও ঠোঁটের রং বদলায়।

মূলত ঠোঁটে অতিরিক্ত পরিমাণে মেলানিন উৎপাদন বাড়লে কালচে হয়ে যায়। এছাড়া ঠোঁট থেকে চামড়া ওঠা, ঠোঁট ফাটার সমস্যা রয়েছে।

পুজোর আগে গোলাপি ও নরম ঠোঁট পেতে আজ থেকেই নেমে পড়ুন কাজে। ঠোঁটের যত্নে প্রথম কাজ হল স্ক্রাবিং। এটা জরুরি। 

চিনি বা কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে ৫ মিনিট ঠোঁট স্ক্রাব করে নিন। তারপর জল দিয়ে ধুয়ে নিন এবং লিপ বাম লাগিয়ে নিন। 

ঠোঁট শুকনো হতে দেওয়া যাবে না। ঠোঁটে পেট্রোলিয়াম জেল বা যে কোনও লিপ বাম লাগিয়ে রাখুন। রাতে ঘুমনোর আগে ঘি লাগাতে পারেন। 

রোদে বেরোনোর আগে ঠোঁটে এসপিএফ যুক্ত বাম ব্যবহার করুন। এটি আপনার ঠোঁটকে সূর্যালোকের হাত থেকে রক্ষা করবে। 

ঠোঁটকে ভাল রাখতে ধূমপান ত্যাগ করতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করুন এবং ডায়েটে ভিটামিন সি যুক্ত ফল রাখুন।