ফ্রুট ফেসিয়াল ছেড়ে শুধু কলা দিয়ে রূপচর্চা সেরে ফেলুন।
মুখে কলা মালিশ করলে আর কোনও ফ্রুট ফেসিয়ালের প্রয়োজন পড়বে না।
ভিটামিন সি ও বি থাকায়, কলা ত্বককে মসৃণ করে তোলে।
পাকা কলা ম্যাশ করে দই, মধুর সঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারেন।
৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এতে বাড়বে ত্বকের কোমলতা।
এছাড়া কলা খোসা দিয়ে মুখে ঘষতে পারেন। এতে কমবে ব্রণর সমস্যা।
ফ্রুট ফেসিয়াল করতে চাইলে কলার সঙ্গে পাকা পেঁপে ম্যাশ করে নিন।
এতে কমলালেবুর রস মিশিয়ে মুখে লাগান। মেশাতে পারেন আপেলের পেস্টও।
এই ফেসপ্যাক নিয়ম করে মাখলে আর কোনও ফেসিয়ালের প্রয়োজন নেই।