‘এবিসি’ জুসে কমবে ত্বকের সমস্যা

20 November 2023

শীতকালে ত্বকের যত্ন নেওয়ার সময় বেশিরভাগ মানুষ জোর দেন স্কিন কেয়ারের উপর। কিন্তু স্কিন কেয়ারই যথেষ্ট নয়।

ত্বকের সমস্যা কমাতে গেলে স্কিন কেয়ারের পাশাপাশি ডায়েটের উপর জোর দিতে হয়। ত্বকেরও ডিটক্সিফিকেশন জরুরি।

শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে থাকে এবং চামড়া শুকিয়ে যায়। ত্বক কুঁচকে যায়। এই অবস্থা কম বয়সে ত্বক বুড়িয়ে যায়।

বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়া পাশাপাশি ‘এবিসি’ জুস রোজ খেতে পারেন। ‘এবিসি’ জুস ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

আপেল, বিট এবং গাজর দিয়ে তৈরি করুন ‘এবিসি’ জুস। প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ হয় ‘এবিসি’ জুস।

‘এবিসি’ জুস শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। এতে ত্বকের অ্যালার্জি, ব্রণ, এগজিমার সমস্যা কমে যায়। 

ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ‘এবিসি’ জুস শীতকালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। অন্ত্রের স্বাস্থ্যও বজায় রাখে।

ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে ‘এবিসি’ জুস। রোজ সকালে খালি পেটে এই ‘এবিসি’ জুস পান করুন এবং ত্বককে ভাল রাখুন।