09 December 2023
হেনার হেয়ার প্যাকে কমবে চুল পড়া
credit: istock
TV9 Bangla
চুলের পড়ার সমস্যায় ভুগছে ৯০ শতাংশ মহিলা। সঠিকভাবে চুলের পরিচর্যা না করা এবং দূষণের জেরে বাড়ছে চুল পড়ার সমস্যা।
চুল পড়াকে রোধ করতে গেলে ডায়েট থেকে হেয়ার কেয়ার সব কিছুর উপরই জোর দিতে হয়। শুধু শ্যাম্পু বদল করলে চলে না।
ভিটামিন, মিনারেলের পরিপূর্ণ তাজা ফল-শাকসবজি, বীজ, বাদাম খেতে হয়। কিন্তু হেয়ার কেয়ারে কী বদল আনলে চুল পড়া কমবে?
ঘন ঘন শ্যাম্পু বদল না করে হেয়ার প্যাক ব্যবহার করুন। আয়ুর্বেদিক হেয়ার প্যাক দিয়ে চুলের সব সমস্যা দূর করা যায়।
সারারাত ধরে জলে হেনা ভিজিয়ে রাখুন। পাশাপাশি মেথিও জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মেথি বেটে হেনার সঙ্গে মেশান।
আমলকি কেটে পেস্ট করে নিন। এবার আমলকির সঙ্গে হেনার মিশ্রণ মিশিয়ে দিন। এবার এই হেয়ার প্যাক স্ক্যাল্প ও চুলে লাগান।
এই হেয়ার প্যাক খুশকি, চুল পড়া দূর করবে। পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে। এই হেয়ার প্যাকে চুল ঘন ও কালো হবে।
শীতকাল মানেই নলেন গুড়ের পায়েস, পিঠেপুলি ও রসগোল্লা খাওয়ার দিন। ঝোলা গুড় দিয়ে রুটি খেতেও মন্দ লাগে না।
আরও পড়ুন