17 January 2024

ত্বক চকচক করবে হোমমেড ক্লিনজিং মিল্কে 

credit: istock

TV9 Bangla

কেউ ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন, আবার কেউ ফেসওয়াশ দিয়ে। শীতে ত্বক পরিষ্কার করতে সবচেয়ে বেশি কার্যকর ক্লিনজিং মিল্ক।

ক্লিনজিং মিল্ক ত্বকের আর্দ্রতা বজায় থেকে মুখ থেকে সমস্ত মেকআপ, তেল, ময়লা ও ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়।

ক্লিনজিং মিল্ক ব্যবহারের পর ত্বক সতেজ দেখায়। ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে শীতকালে মুখ পরিষ্কারের পরও ত্বক শুষ্ক হয়ে যায় না। 

বাজারে সহজেই ক্লিনজিং মিল্ক পাওয়া যায়। তবে, বাড়িতেও আপনি ক্লিনজিং মিল্ক বানাতে পারবেন, যেটা ত্বকের জন্য আরও উপকারী হবে।

১/২ কাপ ফুল ফ্যাট দুধ নিন। এতে ১ চামচ আমন্ড অয়েল মেশান। এই দুই উপাদান ত্বককে পরিষ্কার করে এবং আর্দ্রতা বজায় রাখে।

এবার দুধ ও আমন্ড অয়েলের সঙ্গে ১ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। অ্যালোভেরা জেল ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

একদম শেষে এতে মেশান গোলাপ জল। গোলাপ জল ত্বকে সতেজতা এনে দেয়। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভরে নিন শিশিতে।

ফ্রিজে সংরক্ষণ করুন এই ক্লিনজিং মিল্ক। মুখ পরিষ্কারের সময় এই ক্লিনজিং মিল্ক নিয়ে মালিশ করুন এবং ভিজে কাপড় দিয়ে মুছে নিন।