ভাতই আর্দ্রতা জোগাবে ত্বকে
04 November 2023
কোরিয়ান বিউটি সিক্রেটের অন্যতম উপাদান ভাত। চাল ধোয়া জল থেকে সেদ্ধ ভাত ইত্যাদি ব্যবহৃত হয় চুল ও ত্বকের যত্নে।
শীতের দিন আসছে। এই সময় ত্বকের ময়েশ্চার বজায় রাখতে সেদ্ধ ভাতের সাহায্য নিন। বাড়িতে বানিয়ে নিন রাইস ক্রিম।
ভাতের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে উজ্জ্বল, এক্সফোলিয়েট ও হাইড্রেট করতে সাহায্য করে।
চাল ধুয়ে সেদ্ধ করে নিন। পাশাপাশি গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল এবং পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল নিয়ে নিন।
ভাত নরম হওয়া চাই। তাই সেটা ভাল করে চটকে মেখে নিন। এবার এতে বাকি তিনটি উপাদান একসঙ্গে ভাল করে মিশিয়ে দিন।
মিশ্রণটি মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। ফেস ক্রিম বানানোর সময় খেয়াল রাখবেন মিশ্রণটি যেন মসৃণ হয়। তবেই কাজ হবে।
এরপর এই ফেস ক্রিম ভরে রাখুন এয়ার টাইট কাচের কৌটোতে। এটি ফ্রিজে সংরক্ষন করতে পারেন। এতে ক্রিম টাটকা থাকবে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে এই ফেস ক্রিম মাখুন। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।
আরও পড়ুন