28 December 2023

কোরিয়ান রাইস ওয়াটার বানান ঘরে বসে

credit: istock

TV9 Bangla

প্রসাধনী কেনার সাইটে কোরিয়ান রাইস ওয়াটারের রমরমা। কোথাও ফেসওয়াশ, কোথাও ক্রিম ও টোনারের রিভিউয়ের ভাল।

কোরিয়ান রাইস ওয়াটার সমৃদ্ধ প্রসাধনী কেনার বদলে আপনি বাড়িতেও এই উপাদান বানিয়ে নিতে পারেন। চাল ও জল হলেই চলবে।

কোরিয়ান রাইস ওয়াটার বানাতে যে কোনও চাল ব্যবহার করতে পারে। প্রথমে ১ কাপ চাল নিন এবং একটু চটকে ধুয়ে নিন।

এবার ওই ১ কাপ চাল ২ কাপ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর চালগুলো চটকে নিন। এবং জলটা ছেঁকে রেখে দিন। 

চালের জলটা ওই অবস্থাতেই ২৪ থেকে ৪৮ ঘণ্টা রেখে দিন। ৪৮ ঘণ্টা পর ওই জল একটা এয়ার টাইট বোতলে ভরে ফ্রিজে রেখে নিন।

ফেসওয়াসের বদলে এই কোরিয়ান রাইস ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। মেকআপও তুলতে পারেন এই উপাদান দিয়ে।

রোজের রূপচর্চায় কোরিয়ান রাইস ওয়াটার টোনার হিসেবে ব্যবহার করুন। মুখ পরিষ্কারের পর ত্বকে স্প্রে করুন হোমমেড রাইস ওয়াটার।

মধু কিংবা আলোজেরা জেলের সঙ্গে হোমমেড রাইস ওয়াটার মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।