তৈলাক্ত ত্বকেও মেকআপ গলবে না
17 September 2023
তৈলাক্ত ত্বকে কপাল, নাকের দু'পাশ জুড়ে তেলতেলে ভাব, ব্রণ, ব্ল্যাকহেডস, ওপেন পোরসের মতো হাজারো সমস্যা লেগে থাকে।
তৈলাক্ত ত্বকে আরও বড় সমস্যা হল মেকআপকে দীর্ঘস্থায়ী করা। যদিও এই কাজটা খুব একটা কঠিন নয়, যদি মানেন এই ৬ টিপস।
প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিন। ত্বককে হাইড্রেটেড রাখতে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার মেখে নিন। এই ধাপ এড়িয়ে গেলে চলবে না।
সবার প্রথমে মুখে প্রাইমার মেখে নিন। প্রাইমার ওপেন পোরসের সমস্যা দূর করে এবং মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
ফাউন্ডেশন ও কনসিলার বেছে নিন ম্যাট ফিনিশ। এই ধরনের ম্যাট ফিনিশ পণ্য আপনার ত্বককে তেলতেলে করে তুলবে না।
ফাউন্ডেশন ও কনসিলারকে দীর্ঘস্থায়ী করবে কম্প্যাক্ট পাউডার। পাশাপাশি কম্প্যাক্ট আপনার অতিরিক্ত তেল শুষে নেবে।
ফাউন্ডেশন ও কম্প্যাক্টই তৈলাক্ত ত্বকে মেকআপকে দীর্ঘস্থায়ী করবে। হাইলাইটার, ব্রঞ্জার, আইশ্যাডো পাউডার বেসড ব্যবহার করুন।
এখানেই শেষ নয়। পাশাপাশি মেকআপ শেষে মুখে সেটিং স্প্রে মেখে নিন। এতে আপনার তৈলাক্ত ত্বকে মেকআপ গলবে না।
আরও পড়ুন