4 January 2024

নিজে মেকআপ প্রাইমার বানান আর ৫০০ টাকা বাঁচান

credit: istock

TV9 Bangla

মেকআপে পটু নন। কিন্তু অনলাইনে ভিডিয়ো দেখে জেনে গিয়েছেন মেকআপের খুঁটিনাটি। সেই মতো মেকআপ করে ফলও পাচ্ছেন। 

সঠিক শেডের ফাউন্ডেশন থেকে হাইলাইটার সবই কিনেছেন। কিন্তু মেকআপ দীর্ঘস্থায়ী না হলে আপনার সমস্ত পরিশ্রম জলে যেতে পারে।

মেকআপকে দীর্ঘস্থায়ী করে প্রাইমার। প্রাইমার ত্বককে মসৃণ করে তোলে, রোমকূপের মুখ বন্ধ করে দেয়। এতে ত্বক নিখুঁত দেখায়।

মেকআপ শুরুর আগেই মুখে প্রাইমার মাখতে হবে। হালকা হোক বা ভারী, যে কোনও ধরনের মেকআপ শুরুর আগে প্রাইমার জরুরি।

মেকআপের হাত থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে এই প্রাইমার। প্রাইমার মাখার পর শুধু কম্প্যাক্ট লাগিয়ে নিলেও কাজ চলে যায়। 

কিন্তু আপনার মেকআপ বক্সে প্রাইমার না থাকলে কী করবেন? বাড়িতে অল্প সামগ্রী দিয়ে কম খরচে প্রাইমার বানাতে পারেন।

১ বড় চামচ অ্যালোভেরা জেল নিন। এতে দু'ফোঁটা আমন্ড অয়েল ও ৩ চামচ জল মিশিয়ে নিন। কাচের পাত্রে ভরে নিন এই প্রাইমার।

বাজারে রাসায়নিকযুক্ত  প্রাইমারের ৫০০টাকার উপর দাম। সেখানে এই প্রাইমার আপনাকে ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেবে।