দেশি ঘি দিয়ে বানান কাজল
28 September 2023
দু'চোখে কাজল আর অল্প লিপস্টিকই রোজের সম্বল। কিন্তু এখন ভাল মানের কাজল কিনতেও প্রায় ২০০ টাকা খরচ হয়।
বাজারচলতি কাজলের বদলে বাড়িতে বানিয়ে নিন। এতে খরচও বাঁচবে পাশাপাশি চোখ ভাল থাকবে। হোমমেড কাজলে কোনও বিকল্প নেই।
মা-ঠাকুমাদের টোটকা মেনে কাজল তৈরি করুন। প্রয়োজন অল্প ঘি, প্রদীপ, স্টিলের প্লেট আর বাটি। কীভাবে কাজল বানাবেন, রইল টিপস।
প্রদীপ জ্বালিয়ে নিন। আগুনের শিখার উপর বাটি ধরন। স্টিলের প্লেটের উপর পরিমাণমতো ঘি দিন। এবার প্লেটটা বাটির উপর ধরুন।
প্লেটটা ধীরে ধীরে গরম হতে শুরু করবে এবং ৩০ মিনিটের মধ্যে ঘি পুড়ে যাবে। ঘি পুড়ে যাওয়ার পর শুধু কালো গুঁড়ো পড়ে থাকবে।
অবশিষ্ট কালো গুঁড়ো ঠান্ডা হয়ে গেলে ক্যাস্টর অয়েলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল ঘিয়ের কাজল।
এই বাড়িতে তৈরি অরগ্যানিক কাজল আপনি ২-৩ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। এর চেয়ে বেশি সংরক্ষণ না করাই ভাল।
মুখে প্রাইমার লাগিয়ে, বেস মেকআপ সেরে তারপর কাজল পরুন। এতে কাজল স্মাজ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং দীর্ঘস্থায়ী হবে।
আরও পড়ুন