19 January 2024

বাড়িতেই বানান সুগন্ধী সাবন, দিতে পারেন উপহারেও

credit: Pinterest

TV9 Bangla

প্রতিদিনকার ধুলো-ময়লা দূর করতে অপরিহার্য সাবান। সাবান বা শ্যাম্পু কেবল রূপচর্চার জন্য নয়, পরিচ্ছন্নতার জন্যও জরুরি

আমরা ঠিক যে কারণে সাবান ব্যবহার করি বাজারজাত সাবান সেই কাজ করতেই পারে না। উল্টে ত্বকের ক্ষতি করে। তবে বাজারের সাবানের উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিন

বাড়িতে নানা রকমের ভেষজ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সাবান। একেবারেই সহজ ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে নানা রকমের সাবান

যে কোনও ভালো কোম্পানির গ্লিসারিন সোপ নিন। পাত্রে জল গরম করে তার উপরে কাঁচের বাটি বসিয়ে দিন। গ্লিসারিন সোপ টুকরো করে কেটে ভালো করে গলিয়ে নিন

মিশিয়ে দিন দু’চামচ কফি পাউডার। যে কোনও কৌটোর মধ্যে একটু ভেসলিন লাগিয়ে নিয়ে ওই মিশ্রণটি ঢেলে দিন। এর পর ফ্রিজে রাখলেই জমে যাবে। খুব সাবধানে বের করে আনলেই রেডি কফি সাবান

গ্লিসারিন সোপ গলিয়ে নিতে হবে। ফ্রেশ গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়িয়ে নিতে হবে। গলে যাওয়ার সাবানের মধ্যে দু চামচ গোলাপের পাপড়ির গুঁড়ো, রোজ এসেন্স মিশিয়ে নিন

সাবান ভালো করে গলিয়ে নিতে হবে। এরপর মিক্সিতে চার পাঁচটা আমন্ড ও কাজুবাদাম ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সাবানের মিশ্রণটির মধ্যে বাদাম গুঁড়ো দিয়ে আগের পদ্ধতি মেনে ফ্রিজে রাখলেই হবে

গ্লিসারিন সোপ টুকরো করে কেটে ভালো করে গলিয়ে নিন। সাবনের মধ্যে অ্যালোভেরা জেল, নারকেল তেল, আমন্ড অয়েল ভাল করে মিশিয়ে নিলেই তৈরি সাবান