ঠোঁটের রং ধরে রাখুন

12 October 2023

প্যান্ডেল হপিংয়ের মাঝে লিপস্টিক উঠে গেলে পুজোর সাজটাই মাটি হয়ে যাবে। তাই লিপস্টিক পরার সঠিক উপায় জেনে রাখুন।

ম্যাট লিপস্টিক পরলেই যে সেটা দীর্ঘস্থায়ী হবে, তা নয়। লিপস্টিক পরার সময় সঠিক নিয়ম মানলে তবেই স্থায়ী হতে পারে ঠোঁটের রং।

শুষ্ক ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী হয় না। তাই পুজো শুরুর আগে থেকেই ত্বকের যত্ন নিন। লিপ বাম দিয়ে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখুন। 

লিপস্টিক পরার আগে চিনি ও লেবুর রস দিয়ে ঠোঁট স্ক্রাব করুন। এতে ঠোঁটে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে যাবে।

ঠোঁট এক্সফোলিয়েশনের পর লিপ বাম লাগিয়ে নিন। এটি ঠোঁটের আর্দ্র‌ভাব ধরে রাখবে। পাশাপাশি লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে।  

এরপর ঠোঁটে লিপ প্রাইমার লাগিয়ে দিন। এটি ঠোঁটের রঙকে দীর্ঘস্থায়ী করবে। তারপর লিপ লাইনার দিয়ে ঠোঁটে এঁকে নিন।

শেষে পছন্দের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে নিন। ক্রিম বেসড লিপস্টিক ব্যবহার করলে লুজ় পাউডার দিয়ে সেট করে নিন। 

ক্রিম বেসড হোক বা ম্যাট ফিনিশ, সব ধরনের লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে এই টোটকায়। চট করে ঘেঁটে যাবে না আপনার ঠোঁটের রং।