৫ টোটকায় বাড়ান চুলের মসৃণতা

22 November 2023

শীতকালে চুল শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা খুব সাধারণ। যদিও অযত্নের কারণেই চুল আর্দ্রতা হারায়। তার সঙ্গে দোসর হয় শুষ্ক আবহাওয়া।

চারপাশে দূষণ যত বাড়ছে, চুল-ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাও মাথা চাড়া দিচ্ছে। আর রোজকার জীবনে সেভাবে যত্ন নেওয়ার সময় হয় না।

চুলের শুষ্কতা দূর করতে হলে নিয়মিত যত্ন নিতেই হবে। মাসে একবার হেয়ার স্পা করানোর পাশাপাশি এই ৫ টোটকা মেনে চলুন।

গরম জলে শ্যাম্পু করবেন না। ঠান্ডা জলের স্নানে চুলের গোড়া পরিষ্কার হয়ে যায় এবং রক্ত চলাচল বাড়ে। এছাড়া চুল নরম থাকে।

চুলের যত্নে সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে চুলের আর্দ্রভাব বজায় থাকে। ক্ষয় কম হয়।

শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। চুলে কন্ডিশনার লাগিয়ে অন্তত ৫ মিনিট অপেক্ষা করতে হবে।

আপনার চুল অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে, চেষ্টা করুন রোজ তেল মাখার। তেল চুলের শুষ্কভাব দূর করতে সবচেয়ে বেশি কার্যকর।

সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এটি চুল ডিপ-কন্ডিশনিং করতে সাহায্য করে। এতে চুল নরম ও মসৃণ হয়ে ওঠে।