পুজোর আগে বাড়িতে স্পা করুন
25 September 2023
পুজোর কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় ত্বকের পরিচর্যা। ভিড় জমান পার্লারে। কিন্তু বছরে একদিন ফেসিয়াল করালে লাভ হয় না।
একদিন ফেসিয়াল করানোর বদলে স্পা করিয়ে নিন। এতে শারীরিক আরামও মেলে। কিন্তু স্যালোঁতে গিয়ে স্পা করাতে গাঁটের কড়ি খসাতে হয়।
পার্লারে যাওয়ার সময় ও খরচ বাঁচিয়ে বাড়িতেই স্পা করে ফেলুন। এতে ত্বক ও শরীরেও আরাম হবে। কীভাবে বাড়িতে স্পা করবেন, রইল টিপস।
বাড়িতে বাথটাব থাকলে তাতে জল ভরে দিন। এতে মিশিয়ে দিন বাথ সল্ট। বাথ সল্ট ত্বক পরিষ্কারে সাহায্য করে এবং ব্যথা-যন্ত্রণা কমায়।
এছাড়া স্নানের জলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, চন্দনকাঠ বা গোলাপের মতো সুগন্ধী এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।
স্পা-এর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ফেসিয়াল ম্যাসাজ। পছন্দের ক্রিম বা ফেসিয়াল অয়েল দিয়ে নিজের মুখে ভাল করে মালিশ করে নিন।
স্পায়ের ক্ষেত্রে ফেসপ্যাক জরুরি। ফেসপ্যাক ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনে।
সবচেয়ে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিন। এটি ত্বকের জেল্লা ফিরিয়ে দেবে।
আরও পড়ুন