দূষণ বারোটা বাজচ্ছে চুলের

02 November 2023

শীত যত এগিয়ে আসছে, বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। এই দূষণ ফুসফুসের ক্ষতি করার পাশাপাশি চুলেরও বারোটা বাজাচ্ছে।

বাতাসে উড়ে বেড়ানো ধূলিকণার সংস্পর্শে এসে চুলের অবস্থা দিন-দিন বেহাল হচ্ছে। চুল শুষ্ক হচ্ছে। তার সঙ্গে জট বাঁধছে।

স্ক্যাল্পে চুলকানি, চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যার পিছনে অনেকাংশে দূষণ দায়ী। তাই চুলকে দূষণের হাত থেকে বাঁচানো জরুরি।

এমন হেয়ার কেয়ার পণ্য ব্যবহার করুন যার মধ্যে ভিটামিন সি ও ই রয়েছে। এগুলো চুলের অক্সিডেটিভ চাপ কমাতে সাহায্য করে।

অ্যালোভেরা, হাইলিউরনিক অ্যাসিড ও গ্লিসারিনের মতো উপাদান চুলকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং আর্দ্রতা ধরে রাখে।

নারকেল তেল, জোজোবা অয়েলের মতো প্রাকৃতিক তেলও মাখুন। এগুলো দূষণ কারণ হওয়া ক্ষয়ের হাত থেকে চুলকে রক্ষা করবে।

চুলকে ক্ষতি হাত থেকে বাঁচাতে গেলে কেরাটিনের মতো প্রোটিন জরুরি। এই প্রোটিন মজবুত চুল গঠনে সাহায্য করে।

নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল ও স্ক্যাল্প পরিষ্কার থাকবে এবং চুলে পুষ্টি মিলবে। হাইড্রেটেডও থাকবে।