পুজোয় ব্যাকলেস পরুন আত্মবিশ্বাসের সঙ্গে
07 October 2023
পিঠভর্তি ব্রণ নিয়ে ব্যাকলেস ব্লাউজ বা টপ পরা যায় না। কিন্তু সামনেই পুজো। ব্রণর জন্য কি ফ্যাশনের সঙ্গে সমঝোতা করবেন?
পুজো শুরু হতে মাত্র ২ সপ্তাহ বাকি। এরই মধ্যে পিঠের ব্রণ দূর করুন। আত্মবিশ্বাসী হয়ে যে কোনও ব্যাকলেস পোশাক পরতে পারবেন।
ঘরোয়া টোটকার সাহায্য নিয়ে সহজেই ‘ব্যাকনে’-এর সমাধান করতে পারেন। হেঁশেলেই পাবেন ব্যাকনে দূর করার উপকরণ।
লেবুর রসের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। ব্রণর উপর সরাসরি লেবুর রস লাগাতে পারেন।
বেকিং সোডা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। ১ চামচ বেকিং সোডায় অল্প জল মিশিয়ে পিঠে লাগান। এতে কমবে ব্রণ।
পিঠের উপর তাজা অ্যালোভেরা জেল মালিশ করুন। প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। পুজোর আগেই পিঠের ব্রণ উধাও হবে।
ব্রণর উপর টি ট্রি অয়েল লাগাতে পারেন, তবে সরাসরি নয়। ১ চামচ নারকেল তেলের সঙ্গে ৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে পিঠে লাগিয়ে পারেন।
যেহেতু পুজো আর বেশিদিন বাকি নেই, তাই এই ঘরোয়া টোটকাগুলো দিনে ২-৩ বার কাজে লাগাতে হবে। তবেই ফল মিলবে।
আরও পড়ুন