6 July 2024

এই সব সব্জি মাখলেই দূর হবে কনুইয়ের কালো দাগ

TV9 Bangla

6 July 2024

TV9 Bangla

কনুই শরীরের এমন এক অঙ্গ, দিনের বিভিন্ন সময় আমরা তার উপর ভর দিয়ে থাকি। এর জেরে ঘষা লাগে কনুইয়ে।

এর জেরে খসখসে হয়ে পড়ে কুনই। কালোও হয়ে যায় অনেকের। যার জেরে দেখতে বাজে লাগে।

কিন্তু কুনইয়ের কালো দাগ, খসখসে ভাব ঘরোয়া পদ্ধতিতেই কাটাতে পারবেন। প্রাকৃতিক উপাদান ব্যবহারেই তা করতে পারেন।   

লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্র্যাব বানান। তার পর তা কুনইয়ে মাখুন। এ ভাবে সপ্তাহে তিন-চার দিন করুন।

তুলসী পাতা বেঁটে তার মধ্যে লেবুর রস ও মধু মিশিয়ে নিন। সেই মিশ্রণ কালো কনুইয়ের উপর লাগান। ২০ মিনিট রেখে দিন।

আলু রস ও মধুর মিশ্রণও কনুইয়ের হাল ফেরাতে কার্যকরী। আলু থেঁতলে রস বের করে নিন। তার পর তাতে মধু মেশান।

এই মিশ্রণ কনুইয়ে মেখে আধ ঘণ্টা রেখে দিন। সপ্তাহে বার তিনেক ব্যবহার করলেই ভালো ফল পাবেন।

 টম্যাটোকে পেস্ট করে তার সঙ্গে মধু মিশিয়ে কনুইয়ে লাগালেও তা ব্লিচের কাজ করবে। কুনইয়ের কালচে ভাবে কমে আসবে।