10 March 2024
কালচে হচ্ছে ঠোঁট? এ উপায়ে ফিরবে গোলাপি আভা
TV9 Bangla
ত্বক ও চুলের যন্ত নিতে গিয়ে অনেকেই ঠোঁটের যত্ন নিতে ভুলে যান। সঠিক পরিচর্যার অভাবে ঠোঁট হয় শুষ্ক, কালচে।
ধূমপান করলে ঠোঁটে পড়ে কালো আস্তরণ। কিন্তু ধূমপান করেন না, এ রকম অনেকেরই ঠোঁটে কালচে দাগ পড়ে। যা লিপস্টিক দিয়েও আড়াল করা যায় না।
কিন্তু ঘরোয়া উপায়েই ঠোঁটের এই কালচে দাগ সারিয়ে ফেলা সম্ভব। এভাবে পরিচর্যা করলে ঠোঁটর কালচে দাগ তো যাবেই, উল্টে হবে গোলাপি আভা।
ঠোঁটের কালচে দাগ সারাতে গোপালের পাপড়ি দিয়ে স্ক্র্যাব করতে পারেন। এতে ঠোঁটের গোলাপি আভা ফিরবে।
শুকনো গোলাপের পাপড়ি ছাড়াও চিনি, মধু এবং নারকলে তেল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল লাগবে।
গোলাপের পাপড়ি গুঁড়ো করে তার সঙ্গে চিনি, মধু এবং অলিভ অয়েল বা নারকেল তেল মেশান। তার পর ভালো করে মিশিয়ে ঠোঁটে লাগান।
মিশ্রণ দিয়ে ঠোঁটে ১-২ মিনিট স্ক্র্যাব করুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পর মুখে লিপ বাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
সপ্তাহে ২-৩ বার এ ভাবে ঠোঁটের স্ক্র্যাব করুন। কয়েক সপ্তাহ পরই ফল পাবে হাতেনাতে।