ক্লান্তি, অনিদ্রা, ডিহাইড্রেশন বাড়ায় চোখের নিচের কালি।

মানসিক চাপ ও বয়সও দায়ী হতে পারে ডার্ক সার্কেলের জন্য।

যত্ন না নিলে চওড়া হতে থাকে ডার্ক সার্কেল।

ঘুমোতে যাওয়ার আগে অনেকেই আইক্রিম ব্যবহার করেন।

আইক্রিম ছাড়াও ঘরোয়া উপায়ে আপনি ডার্ক সার্কেল দূর করতে পারেন।

আমন্ড অয়েল নিয়ে মালিশ করুন চোখের চারপাশে।

অ্যালোভেরা জেলও মাখলে কমবে ডার্ক সার্কেল।

চোখের উপর রেখে দিন শসার কুচি। দূর হবে চোখের কালি।

টমেটোও লাগাতে লাগে চোখের চারপাশে। কমবে ডার্ক সার্কেল।