পুজোর আগে মুখ থেকে তুলুন অবাঞ্ছিত রোম

16 October 2023

পুজোর আগে ভ্রু ও ঠোঁটের অবাঞ্ছিত রোম তুলতে প্রায় সকলেই পার্লারের দ্বারস্থ হন। থ্রেডিং ছাড়াও তোলা যায় অবাঞ্ছিত রোম।

থ্রেডিংয়ে ব্যথাও হয়। এছাড়া শেষ মুহূর্তে পুজোর মুখে পার্লারে গেলে ঠিকমতো থ্রেডিং হয় না। এই অবস্থায় ঘরোয়া টোটকা কাজে আসবে।

খরচ করে সালোঁয় না গিয়ে ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে মুখের অবাঞ্ছিত রোম তুলুন। নিয়মিত ব্যবহার করলে মুখ পরিষ্কার হয়ে যাবে।

দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে আঙুল দিয়ে উল্টো দিকে ঘষে মুখ ধুয়ে নিন। ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

পাকা পেঁপের বেটে নিন। এর সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এটাও মুখে লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন।

এরপর আঙুল দিয়ে উল্টো দিকে ঘষতে থাকুন। এরপরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। পেঁপে ও হলুদের মাস্ক রোম তুলে দেয়।

এছাড়া চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন।

মিশ্রণটি অল্প শুকিয়ে দিলে আঙুল দিয়ে রোমের উল্টো অভিমুখে ঘষতে থাকুন। এরপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।