19 January 2024
ঘরোয়া উপায়ে তুলে ফেলুন চুলের রং
credit: istock
TV9 Bangla
চুলে নিত্যনতুন রং করতে অনেকেরই ভাল লাগে। কিন্তু সেই রং যদি মনের মতো না হয়, ভাল দেখতে না লাগলেই মন খারাপ হয়ে যায়।
হাজারখানেক টাকা খরচ করে চুলে রং করানোর পর, মনের মতো চুল না পেলে মন খারাপ হয়। মনে হয় কখনও এই রং উঠবে।
পার্লারে আবার হাজার টাকা খরচ করতে হবে চুলের রং ঠিক করানোর জন্য। এর চেয়ে চুলের রং তুলতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিন।
বারবার কেমিক্যাল প্রয়োগ করলে চুল নষ্ট হয়। তাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলের রং তুলুন। এতে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।
প্রথমে ১/২ কাপ জলে ২ চামচ বেকিং সোডা গুলে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে চুলে লাগিয়ে নিন। বিশেষত, যে-যে অংশে রং রয়েছে।
চুলের হাইলাইট করা রং তুলতে চাইলেও এই টোটকা ব্যবহার করুন। বেকিং সোডা মেখে কিছুক্ষণ বসে থাকুন। তারপর চুল ধুয়ে ফেলুন।
১ কাপ জলে ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল এবং ১ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা ভাল করে চুলে লাগিয়ে নিন।
১০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। যতদিন রং উঠছে আপনি এই টোটকা ব্যবহার করতে পারেন। এই টোটকায় চুলের রং উঠে যাবে।
আরও পড়ুন