20 January 2024

রিমুভার শেষ? নেলপালিশ তুলবেন যেভাবে

credit: Pinterest

TV9 Bangla

রিমুভার শেষ? মনেই ছিল না কিনতে? অথচ সেই মুহূর্তে নখের পুরনো নেলপালিশ তোলাও দরকার। কী করবেন ভাবছেন তো?

চিন্তার কিছু নেই। রয়েছে উপায়। যা মানলে বিনা রিমুভারেই উঠে যাবে নেলপালিশ। তার জন্য কী করতে হবে জেনে নিন ঝটপট।

যে কোনো ডিওডোরেন্ট নখে স্প্রে করে তুলার সাহায্যে ঘষলেই নেলপালিশ উঠে আসবে। তবে সাধারণ রিমুভারের মতো অতটা কার্যকরভাবে ডিওডোরেন্ট কাজ না করলেও কাজ চালানোর মতো পরিষ্কার হবে।

একটি নরম টুথব্রাশে অল্প পরিমাণ পেস্ট নিয়ে নখে ঘষুন। টুথপেস্টের ‘ইথাইল অ্যাসেটেইট’ নামক উপাদাননেলপালিশ রিমুভারেও থাকে। তাই টুথপেস্ট হতে পারে রিমুভারের বিকল্প।

 হ্যান্ড স্যানিটাইজাও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। অল্প পরিমাণে স্যানিটাইজার তুলোয় নিয়ে নখে ঘষুন। কয়েকবার চেষ্টায় নখ থেকে নেলপালিশ উঠে আসবে।

হেয়ার স্প্রেকেও কাজে লাগাতে পারেন। এতে রয়েছে ‘রাবিং অ্যালকোহল’ যা রিমুভারের কার্যকর বিকল্প। নখে হেয়ার স্প্রে ছিটিয়ে তুলো দিয়ে ঘষে উঠিয়ে ফেলতে হবে।

 তবে এক্ষেত্রে বেশ জলদি কাজ করতে হবে, নয়তো তুলো নখে আটকে যেতে পারে। এমনটা হলে আর ভালোভাবে পরিষ্কার হবে না নখ।

ডিওডোরেন্টের মতোই পারফিউম বা সুগন্ধি নেইল পলিশ ওঠাতে বেশ কার্যকর। টিস্যু বা তুলায় পারফিউম ছিটিয়ে নখে ঘষলেই নেলপালিশ উঠে আসবে। তবে দামি সুগন্ধি এই কাজে ব্যবহার না করাই ভালো।