ট্যান তুলুন ঘরোয়া উপায়ে
18August 2023
বর্ষা আসলেও কমেনি সূর্যিমামার দাপট। ফলে ত্বক পুড়ছে রোদে। ট্যানে ভরছে মুখ
ত্বকের এমন বেহাল দশা ঠেকাতে তাই পার্লারে ছুটছেন কেউ-কেউ। আর এতেই খসছে এক গাদা টাকা
পার্লারে আর পয়সা না খসিয়ে বাড়িতেই ট্যান তুলুন। শুধু জেনে নিন কিছু সহজ উপায়। ফলও পাবেন আর টাকাও বাঁচবে
বাড়িতে ট্যান তুলতে ব্যবহার করুন পাতি লেবু। এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের জন্য ভীষণই উপকারি
ত্বকের ট্যান তুলতেও দারুণ কার্যকরী এই লেবু। একটি লেবুর টুকরো নিয়ে মুখে আলতো করে ঘষে নিন
এছাড়া ব্যবহার করতে পারেন টমেটো। এতে রয়েছে লাইকোপিন যা ট্যান দূর করে
একইভাবে একটি টমেটোর টুকরোকে স্ক্রাবের মতো করে ব্যবহার করুন। তাহলেই দূর হবে ট্যান
টকদইকেও ট্যান তোলার কাজে ব্যবহার করতেই পারেন। একটি বাটিতে টকদই নিন, তাতে কয়েক ফোঁটা মধু মেশান
এবার মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন
আরও পড়ুন