18 January 2024
ত্বক নরম করে তুলুন মালাই দিয়ে
credit: istock
TV9 Bangla
ত্বকের যত্নে বরাবরই দুধের কদর বেশি। ত্বককে পরিষ্কার ও ময়েশ্চারাইজ করতে দুধ দারুণ কার্যকর। কখনও দুধের সর ব্যবহার করছেন?
দুধের সর বা মালাই ত্বককে প্রাকৃতিক উপায়ে এক্সফোলিয়েট করে এবং নরম করে তোলে। এটি ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেয়।
দুধ জ্বাল দেওয়ার সময় যে সর তৈরি হয়, সেটা তুলে রাখুন। ত্বকের যত্নে সবসময় তাজা মালাই ব্যবহার করুন, তবেই উপকার পাবেন।
প্রথমে মুখ পরিষ্কার করে নিন। ফেসওয়াশ করে নিলে ত্বকে জমে থাকা সমস্ত মেকআপ, ময়লা ও তেল পরিষ্কার হয়ে যায়।
এবার তাজা দুধের সর নিন এবং ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে, ত্বকের টোন উন্নত হবে।
কমপক্ষে ৫ মিনিট দুধের সর মুখে মালিশ করুন। এরপর ১০-১৫ মিনিট মালাই ত্বকের উপর রেখে দিন। এটি ত্বককে নরম করে তুলবে।
১৫ মিনিট পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। খুব বেশি গরম জল ব্যবহার করবেন না, এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যাবে।
পরিষ্কার তোয়ালেতে মুখ মুছে নিন। এরপর টোনার, সিরাম ও ময়েশ্চারাইজার মেখে নিন। সপ্তাহে ২-৩ বার মালাই মাখলেই উপকার পাবেন।
আরও পড়ুন