মুখের অবাঞ্ছিত লোম সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

অবাঞ্ছিত লোম তুলতে কেউ থ্রেডিং করান, কেউ ওয়াক্সিং।

থ্রেডিং, ওয়াক্সিংয়ে ত্বকে র‍্যাশ বেরোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

তার চেয়ে এমন উপায় বেছে নিন যাতে আপনার অবাঞ্ছিত লোমের আধিক্য কমে যায়।

দুধে হলুদ মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

সকালে খালি পেটে মেথি ভেজানো জল পান করুন।

দিনে ২-৩ কাপ করে গ্রিন টি পান করুন। এতে ত্বকের সমস্যাও কমবে।

মুখে প্রতিদিন অ্যালোভেরা জেল মাখুন।

এই কয়েকটি বিষয় রোজ মেনে চললে মুখের লোমের আধিক্য কমে যাবে।