03 January 2024
শীতে ঠোঁট ফাটছে? যত্ন নিন এভাবে
TV9 Bangla
Credit- Pinterest
শীতকালের অন্যতম সমস্যা হল ঠোঁট ফাটা। এই সময় শুষ্কতার কারণে ঠোঁট ফেটে যায়। কখনও কখনও এই সমস্যা অনেকটাই বেড়ে যায়।
তখন ঠোঁট থেকে রক্তপাত হতে শুরু করে। সঙ্গে জ্বালাভাবও থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন বাড়তি যত্ন।
বেশ কিছু উপায় আছে যা মানলে এই ঠোঁট ফাটার সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তার জন্য কী করতে হবে জেনে নিন ঝটপট।
বিট ঠোঁটের জন্য খুব ভাল। এতে ঠোঁটের রঙ লাল হয়। পাশাপাশি ঠোঁট ফাটার সমস্যাও মেটে। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন।
প্রথমেই বিট থেকে রসটা বের করে নিন। এ বার ওই রসের মধ্যে নারকেল তেল মেশান। এ বার তাতে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মেশান।
মিশ্রণটি ভাল করে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। ধোয়ার আগে হালকা হাতে একটু স্ক্রাবও করে নিতে পারেন।
এ ছাড়া অলিভ অয়েল দিয়ে হালকা হাতে মালিশ করলেও কাজ হবে। আঙুলে একটু অলিভ অয়েল নিন। তা দিয়ে ঠোঁট মালিশ করে নিন।
জামের রসও ঠোঁটের জন্য খুব উপকারী। জামের রসের সঙ্গে একটু গোলাপ জল মেশান। এ বার তা ঠোঁটে লাগিয়ে নিন। কাজ হবে।
আরও পড়ুন