বর্ষায় বাড়ে ত্বকের হাজার সমস্যা। যাঁদের আবার তৈলাক্ত ত্বক, তাঁদের তো সমস্যার শেষ নেই। তাঁদের জন্য রইল কিছু টিপস...
এমন কিছু ফেস প্যাক রয়েছে যা ব্যবহার করলেই সমস্যা থেকে মুক্তি মিলবে। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই ফেস প্যাকগুলি। জানুন উপায়
একটি পাত্রে মধু নিন। তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। এবার তা পুরো মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। অন্তত ২ সপ্তাহ ব্যবহার করুন। উপকার পাবেন
এছাড়াও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ও হলুদের প্যাক। প্রথমে হলুদ বেটে নিন এতে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন
মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখুন। এতে তৈলাক্ত ত্বকের সমস্যা কমে
টস ভালো করে মিহি করে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি পুরো মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন
একটি পাত্রে মুলতানি মাটি নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহারে মিলবে উপকার
দারুচিনি ও মধুর প্যাক- একটি পাত্রে মধু নিন। তাতে মিহি করে রাখা দারুচিনি মেশান। এবার মিশ্রণটি মুখে লাগান
শুকিয়ে গেলে ধুয়ে নিন। দেখবেন এতে উপকার পাবেন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলেই কাজ