কেরাটিন করানোর পর কী ভাবে চুলের যত্ন নেবেন?
12 September 2023
পুজোর সময় অনেকেই হাজার খানেক টাকা খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট করান। কিন্তু তারপর সঠিক উপায়ে চুলের যত্ন নেন কি?
কেরাটিন হল এক প্রকার প্রোটিন, যা চুলেই থাকে। কিন্তু যত্ন না নেওয়ার কারণে এটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং বাড়ে চুলের সমস্যা।
কেরাটিন ট্রিটমেন্টের মাধ্যমে চুলের প্রোটিনকে আবার ধীরে ধীরে ফেরানোর চেষ্টা করা হয়। তাই ট্রিটমেন্টের পরও চুলের যত্ন নিতে হয়।
ট্রিটমেন্ট করানোর পর প্রথম তিনদিন শ্যাম্পু করবেন না। প্রথম শ্যাম্পু স্যালোঁতে গিয়ে করাই ভাল। তারপর নিজেই বাড়িতে শ্যাম্পু করুন।
সালফেট ও প্যারাবিন-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। আর বেশিক্ষণ চুল ভিজে রাখবেন না। স্নানের পর শুকনো করে চুল মুঝে নিন।
কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর চুল বাঁধবেন না। চুল খুলে রাখুন। বিনুনি করলেও আলগাভাবে করুন। পাশাপাশি ভাল মানের রবার ব্যান্ড ভাল করুন।
কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর চুলে কোনও রকম স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার বা কার্লার ব্যবহার করবেন না। প্রোটিন নষ্ট হয়ে যাবে।
কেরাটিন ট্রিটমেন্টের পর কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। পাশাপাশি সিল্কের তৈরি বালিশের কভার ব্যবহার করুন।
আরও পড়ুন