১ মিনিটে মেকআপ তুলে ফেলুন
20 September 2023
ধৈর্যের সঙ্গে মেকআপ করতে হয়। মেকআপ করার সময় এক চুল ভুল করে গেলে আপনার সম্পূর্ণ লুক নষ্ট হয়ে যেতে পারে।
ধৈর্যের সঙ্গে মেকআপ তুলতেও হয়। মুখে এক ফোঁটা মেকআপ থেকে গেলেও আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
বেশিরভাগ মানুষ মনোযোগ সহকারে মেকআপ করলেও তা ভাল করে তোলেন না। এতেই বাড়ে ত্বকের হাজারো সমস্যা।
আজকাল সকলেই স্মাজপ্রুফ ও ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করেন। তাই মেকআপ তুলতে ফেসওয়াশ বা ক্লিনজারই যথেষ্ট নয়।
মেকআপ রিমুভার দিয়ে প্রথমে মেকআপ মুছে নিন। তারপর ফোমিং ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন।
যদি মেকআপ রিমুভার না থাকে, তাহলে কী করবেন? ড্রেসিং টেবিলে আমন্ড অয়েল থাকলে এক মিনিটে মেকআপ পরিষ্কার হয়ে যাবে।
তুলোর বলে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে মুখে ভাল করে মেখে নিন। এরপর সুতির কাপড় বা টিস্যু দিয়ে মুখ মুছে নিন।
এই উপায়ে মুখে জমে থাকা সমস্ত মেকআপ উঠে আসবে। এরপর পছন্দের ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন।
আরও পড়ুন