23 January 2024
ব্রণ নিয়ে অস্থির? ভিনিগারই সমাধান
credit: istock
TV9 Bangla
ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার। রূপচর্চাতেও কাজে আসে এটি।
অ্যাপেল সাইডার ভিনিগার টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় থাকে। তার সঙ্গে কমে ব্রণর সমস্যা।
ব্রণ হলে ত্বকে প্রদাহ বাড়ে। ব্যথা, ফোলাভাব ও লালচে ভাবে অস্থির হয়ে ওঠে জীবন। এসব সমস্যা এক নিমেষে সমাধান করে অ্যাপেল সাইডার ভিনিগার।
অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। তাই ব্রণর চিকিৎসায় এর কদর বেশি।
অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের প্রদাহ কমায়। পাশাপাশি উন্মুক্ত রোমকূপ পরিষ্কার করে। এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে।
দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যায় ভুগলে কাজে লাগাতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগারকে। এটি ব্রণর জ্বালাভাব ও ব্যথা কমিয়ে দেবে।
১ কাপ জলের সঙ্গে ১/২ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। স্প্রে বোতলে ভরে এবার মুখে লাগান এই হোমমেড টোনার।
অ্যাপেল সাইডার ভিনিগার ত্বককে এক্সফোলিয়েট করে মৃত কোষ দূর করে এবং ব্রেকআউটের সমস্যা কমায়। আজই ট্রাই করুন এই টোটকা।
আরও পড়ুন