শীতের সঙ্গী হোক গ্লিসারিন
28 November 2023
শীতের নিত্যসঙ্গী ক্রিম, তেল, ময়েশ্চারাইজার। শুষ্ক আবহাওয়া থেকে ত্বককে রক্ষা করতে গেলে বিশেষ যত্ন নিতেই হয়।
এক সময় শীতে মা-ঠাকুমাদের ভরসা ছিল শুধু গ্লিসারিন। আপনিও সেই পথে হাঁটতে পারেন। আপনিও গ্লিসারিন মাখতে পারেন।
বাজারে যে সব ময়েশ্চারাইজার পাওয়া যায়, তাতেও গ্লিসারিন উপস্থিত থাকে। কিন্তু মুখে সরাসরি গ্লিসারিন ব্যবহার করা যায় না।
গ্লিসারিন প্রাকৃতিক উপাদান। ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া না ফেললেও, মুখে চিটচিটে ভাব বাড়তে পারে। কোন উপায়ে গ্লিসারিন মাখবেন?
শুষ্ক ত্বক হলে, এক চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণ ত্বকের জেল্লাও বাড়িয়ে তুলবে।
তৈলাক্ত ত্বকে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মাখতে পারেন। এতে ত্বক তেলতেলেও হবে না এবং আর্দ্রতা বজায় থাকবে।
গ্লিসারিন ব্যবহারের আগে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। গ্লিসারিন ব্যবহারের আগে অবশ্যই ত্বক ভাল করে পরিষ্কার করে নেবেন।
এছাড়া শীতকালে মেকআপ রিমুভার হিসেবে গ্লিসারিন ব্যবহার করুন। এতে ত্বক শুষ্কও হবে না এবং সমস্ত মেকআপ উঠে যাবে।
আরও পড়ুন