ত্বকের যত্নে গ্রিন টি-এর জুড়ি মেলা ভার। তাই ঘরোয়া রূপটানে বছরের পর বছর গ্রিন টি-এর ব্যবহারও বেড়েছে, গ্রিন টি-এর ক্রিম, জেল, সিরাম, শ্যাম্পু অনেক কিছুই হয়। গ্রিন টি- খেলেও একাধিক উপকার হয় শরীরের
এই চায়ের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। থাকে ভিটামিন সি। যে কারণে তা শরীরের জন্যও ভাল। গ্রিন টি- শরীর থেকে যাবতীয় টক্সিন বের করে দেয়। ফলে ত্বক উজ্জ্বল, ঝকঝকে থাকে
অ্যাকনের সমস্যায় অনেকেই ভোগেন। আর অ্যাকনে হলে মুখ কালো হয়ে যায়, ত্বকে ছোপ পড়ে। আর এক্ষেত্রে ভাল কাজে আসে গ্রিনটি। ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ঠান্ডা জলে জুবিয়ে রেখে ওই জল মুখে লাগান
এর ফলে ত্বকে কোনও রকম ব্যাকটেরিয়াল সংক্রমণ হবে না। একাধিক গবেষণায় দেখা গিয়েছে গ্রিন টি-এর নির্যাস অ্যাকনে সারিয়ে তুলতে খুব ভাল কাজ করে
বাজারে এখন গ্রিন টি-এর গুঁড়ো পাওয়া যায়। এই গুঁড়ো ত্বককে অতি ক্ষতিকারক বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এই গুঁড়োর সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান
গ্রিন টি-এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা দীর্ঘদিন পর্যন্ত ত্বকের লাবণ্য ধরে রাখে। ত্বক উজ্জ্বল থাকে, চামড়ায় কোনও রকম টান পড়ে না। চামড়া কুঁচকে যায় না। বলিরেখার হাত থেকে বাঁচতে লাগাতে পারেন গ্রিন টি
গ্রিন টি দিয়ে টোনার বানিয়ে রাখতে পারেন। গ্রিন টি এক কাপ তৈরি করে নিন। এবার তা ঠাণ্ডা করে নিন ফ্রিজে রেখে। এরপর একটা কন্টেনারে ভরে রাখুন রাতে ঘুমোতে যাওয়ার আগে স্প্রে করে নিতে হবে
গ্রিন টি-এর পাতা গুঁড়ো করে নিন। এবার মুলতানি মাটি, গোলাপ জল, চা এর পাতা গুঁড়ো, অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলে খুব ফ্রেশ লাগে