নখের চারপাশের চামড়া উঠছে? মধু লাগান

29 August 2023

মুখ ও চুলের ক্ষেত্রে যেভাবে যত্ন নেওয়া হয়, একই খেয়াল রাখার সময় পাওয়া যায় না নখের। কিন্তু নখের যত্ন নেওয়া জরুরি।

নখের কোণে ময়লা জমে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া নখের যত্ন না নিলে তা সহজেই ভেঙে যেতে পারে। 

অনেক সময় নখের চারপাশের চামড়া দ্রুত শুষ্ক হয়ে যায়। নখের ওপর হলদেটে দাগ দেখা যায়। নখের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। 

ঘরোয়া টোটকায় আপনি সহজেই নখের যত্ন নিতে পারেন। খুব বেশি উপকরণ প্রয়োজন নেই। শুধই নখের উপর লাগান মধু। 

নিয়মিত নখের ওপর মধু ব্যবহার করলে সহজেই সংক্রমণ এড়ানো যায়। তাছাড়া মধু কিউটিকলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

নখের চারপাশে চামড়া উঠে গেলে, ব্যথা হয়। জ্বালাভাব দেখা দেয়। নখে মধু লাগালে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

নখের উপর আপনি সরাসরি মধু লাগাতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে নখে মধু লাগিয়ে রাখুন। এতেই উপকার।

আরও একটি উপায়ে আপনি হাত ও পায়ের নখে মধু লাগাতে পারেন। দু’চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। 

এবার এই মিশ্রণটি নখের উপর অন্তত ১৫-২০ মিনিট ধরে মালিশ করুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে হাত ও পায়ের নখ ধুয়ে নিন।