তৈলাক্ত ত্বকে কীভাবে গ্লো বাড়াবেন?
19 August 2023
তৈলাক্ত ত্বকের যত্নে সেরা কাজ করে মুলতানি মাটি। ত্বকের চিটচিটে ভাব এক নিমেষে উধাও করে দেয় এই উপাদান।
মুলতানি মাটি ত্বকের গভীরে গিয়ে ধুলোবালি, ময়লা, তেল সব পরিষ্কার করে দেয়। পাশাপাশি দূর করে সান ট্যান।
তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বেশি। এরও সমাধান করে দেয় মুলতানি মাটি। এছাড়া মুখে এনে দেয় প্রাকৃতিক জেল্লা ও নিখুঁত ত্বক।
বেশিরভাগ ক্ষেত্রেই মুলতানি মাটি ব্যবহার করা হয় ফেসপ্যাক হিসেবে। কিন্তু সঠিক উপায়ে তা ব্যবহার করা জরুরি।
মুলতানি মাটির ফেসপ্যাক এমন ভাবে ব্যবহার করতে হবে, যাতে ত্বক পরিষ্কার হয়ে যায় এবং ত্বকের জেল্লাও বজায় থাকে।
বেসনের সঙ্গে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। ১ চামচ করে মুলতানি মাটি ও বেসন নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন।
এবার এই ফেসপ্যাকে একটি টমেটোর রস মিশিয়ে দিন। গোলাপ জলও মেশাতে পারেন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে।
এবার এই ফেসপ্যাল মুখে, গলায় ও ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক ব্যবহারের পর ময়েশ্চারাইজার মেখে নিন। সপ্তাহে ১ দিন এই ফেসপ্যাক ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক।
আরও পড়ুন