10 January 2024

শীতের সেরা বডি অয়েল কোনটি, জানেন?

credit: istock

TV9 Bangla

শীতকালে গায়ে তেল মাখার চল বাড়ে। যাঁরা সারাবছর গায়ে তেল মাখেন না, তাঁরাও এই ঋতুতে বডি অয়েলের সন্ধানে থাকেন।

বাঙালির মধ্যে গায়ে সর্ষের তেল বা নারকেল তেল মাখার চল রয়েছে। কিন্তু এই দুই তেল দেখলে নতুন প্রজন্ম নাক সিঁটকায়।

সর্ষের তেল ঝাঁঝালো। নারকেল তেলের গন্ধ পছন্দ নয়। তাহলে কোন তেল মাখলে গায়ে খড়ি ফুটবে না? রইল বডি অয়েলের খোঁজ।

শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে।

গায়ে খড়ি ফোটা থেকে শুরু করে ফাটা গোড়ালি ও শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করতে সাহায্য করে অলিভ অয়েল। এই তেলের জুড়ি মেলা ভার।

অলিভ অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। নিয়মিত ত্বকে অলিভ অয়েল মালিশ করলে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত হয়। বার্ধক্য ধারে কাছে ঘেঁষে না।

রোজ স্নান করার আগে কিংবা স্নান সেরে আপনি অলিভ অয়েল মাখতে পারেন। এতে ত্বক নরম ও কোমল থাকবে ঠান্ডাতেও।

শেভিং বা ওয়াক্সিং করার পরেও আপনি গায়ে অলিভ অয়েল মাখতে পারেন। এছাড়া ফাটা গোড়ালি ও শুষ্ক ঠোঁটে এই তেল মাখলেও উপকার মিলবে।