তৈলাক্ত ত্বকে অলিভ অয়েল মাখা যায়?
20 September 2023
তৈলাক্ত ত্বকে আলাদা করে তেল মাখার প্রয়োজন পড়ে না। সারাদিন ধরে নাকের দু'পাশ, কপাল জুড়ে তেল নিঃসরণ হতে থাকে।
অনেক সময় অয়েলি স্কিন তেল মাখলে হাজারো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে অলিভ অয়েল মাখলে বেশি উপকার পাওয়া যায়।
অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি তৈলাক্ত ত্বকের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
অলিভ অয়েলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে অলিভ অয়েল।
রোজ রাতে এক ফোঁটা অলিভ অয়েল নিয়ে মুখে ভাল করে মালিশ করুন। ত্বক তেল শুষে নেওয়া পর্যন্ত মুখে মালিশ করতে থাকুন।
ত্বকের উপর সরাসরি অলিভ অয়েল ব্যবহার করতে না চাইলে, স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। এতেও তৈলাক্ত ত্বকের উপকার হয়।
২ চামচ চিনির সঙ্গে ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর হালকা হাতে ২-৩ মিনিট স্ক্রাব করুন।
৫ মিনিট স্ক্রাবটি মুখেই রেখে দিন। এরপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।
আরও পড়ুন