পেঁয়াজের রস মেখে ত্বকের জেল্লা বাড়ান

3 September 2023

রান্নায় পেঁয়াজ দিলে স্বাদ বাড়ে। চুলের যত্নেও ব্যবহার করা হয় পেঁয়াজের তেল। কিন্তু ত্বকের পরিচর্চায় কখনও পেঁয়াজ ব্যবহার করেছেন?

ত্বকের বেশ কিছু সমস্যা দূর করতে সাহায্য করে পেঁয়াজ। কীভাবে এই উপাদানটি রূপচর্চায় কাজে লাগতে পারে, দেখে নেওয়া যাক।

ব্রণর সমস্যা দূর করে কার্যকর পেঁয়াজ। পেঁয়াজ ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করে। ২-৩ দিন ব্রণর উপর পেঁয়াজের রস লাগান।

ত্বকের যাবতীয় দাগছোপ দূর করতে সাহায্য করে পেঁয়াজের রস। এমনকী ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে পেঁয়াজের রস।

রোদে বেরোলে ত্বক পুড়ে যায়। সেই পোড়া দাগ তুলতেও কার্যকর পেঁয়াজ। পেঁয়াজ ত্বক থেকে ট্যান দূর করতে দারুণ উপযোগী।

পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। এটি ট্যান, দাগছোপ সব কিছু দূর করে দেবে। পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে।

এছাড়া আপনি পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ত্বকের দাগছোপ, ট্যানের সমস্যা কমবে।

নিয়ম করে মুখে পেঁয়াজের রস লাগালে ত্বকে বয়সের ছাপও এড়ানো যায়। অকালবার্ধক্য ঠেকাতে পেঁয়াজের ব্যবহার করতে পারেন।

পেঁয়াজের রসের সঙ্গে টক দই ও অ্যাভোকাডোর পেস্ট মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেললেই পাবেন নিখুঁত ত্বক।