18 December 2023

ব্রণ তাড়াবে কমলালেবুর খোসা

credit: istock

TV9 Bangla

কমলালেবু ছাড়া শীতকাল জমে না। কমলালেবু খান আর খোসাগুলো জমিয়ে রাখুন। এই ফলের খোসাই তবে রূপচর্চার অস্ত্র।

কমলালেবুর খোসায় অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এটি ত্বকের জন্য উপকারী।

ব্রণ দূর করার পাশাপাশি ব্রণর দাগছোপ পরিষ্কার করে দেয় কমলালেবুর খোসা। কমলালেবুর খোসা কীভাবে ব্যবহার করবেন, রইল টিপস।

ব্রণর সমস্যা দূর করতে কমলালেবুর খোসার টোনার ব্যবহার করতে পারেন। ১ কাপ জলে কমলালেবুর খোসার সেদ্ধ করে টোনার বানিয়ে নিন।

কমলালেবুর খোসা সেদ্ধ জল স্প্রে বোতলে ভরে নিন। এটা দিনের যে কোনও সময় মুখে স্প্রে করুন। এটি মুখে সতেজতা এনে দেবে।

ত্বক থেকে ব্রণর দাগ তুলতে কমলালেবুর খোসার ফেসপ্যাক ব্যবহার করুন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে কৌটোতে ভরে রাখুন।

২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের উপর ৩০ মিনিট লাগিয়ে রাখুন।

শীত পড়লেই বাড়িতে গাজরের হালুয়া রান্না করেন? এই ডেজার্ট‌ মন কেড়ে নেয় ছোট থেকে বড় সকলের। সঙ্গে মেলে উপকারিতাও।