গুঁড়ো নয়, ত্বকের যত্নে কাঁচা হলুদই সেরা

7 September 2023

ত্বকের যত্নে সেরা ফলাফল এনে দেয় হলুদ। এই কারণেই যুগ যুগ ধরে ত্বক পরিচর্চায় এই ভেষজ উপাদানটি ব্যবহার হয়ে আসছে। 

টক দই বা দুধে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে নেওয়া যায়। এতেই ব্রণ, দাগছোপের সমস্যা সহজেই এড়িয়ে ফেলা যায়।

কিন্তু গুঁড়ো হলুদের চেয়ে কাঁচা হলুদের কদর বেশি। বিয়ের আগে গায়ে হলুদের সময়ও কাঁচা হলুদ বেটে বর ও কনেকে মাখানো হয়।

কাঁচা হলুদের মধ্যে কারকিউমিন নামের যৌগ রয়েছে। এটি ত্বকের উপর অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে।

এছাড়াও কাঁচা হলুদের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে। তাই কাঁচা হলুদ মাখলে ত্বকের সমস্যা দূরে থাকে।

অনেকেরই অভিযোগ কাঁচা হলুদ মাখলে মুখ থেকে হলদেটে দাগ উঠতে চায় না। তাহলে কোন উপায়ে ত্বকে কাঁচা হলুদ মাখবেন? রইল টিপস।

ব্রণর সমস্যায় কাঁচা হলুদ বেটে নিয়ে সরাসরি ব্রণর উপর লাগাতে পারেন। এভাবে কাঁচা হলুদ ব্যবহার করলে ব্রণর সমস্যা ধীরে ধীরে কমে যাবে।

অল্প পরিমাণ কাঁচা হলুদ বেটে নিন। সেটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে।

এক টুকরো কাঁচা হলুদ বেটে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। এটি মুখের যাবতীয় দাগছোপ দূর করে দিতে সাহায্য করবে।