আলু মাখলেই দাগছোপ উধাও
10 October 2023
পুজোর আগে চড়া রোদে বেরিয়ে ট্যান পড়ে যাচ্ছে। পাশাপাশি মুখ জুড়ে তৈরি হয়েছে দাগছোপ। কিন্তু পুজোয় চাই জেল্লাদার ত্বক।
দাগছোপ দূর করতে এবং ত্বকের জেল্লা ফেরাতে কাজে আসতে পারে আলু। আলু পিগমেনটেশনের সমস্যা রাতারাতি দূর করে।
ত্বকে অতিরিক্ত পরিমাণে মেলানিন উৎপন্ন হলে, দাগছোপ তৈরি হয়। তাই পিগমেনটেশনের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
অনেক সময় সূর্যের ক্ষতিকারক রশ্মি, হরমোনের ভারসাম্যহীনতা, ব্রণও দায়ী হতে পারে। আবার বয়সের কারণেও দাগছোপ দেখা দেয়।
দাগছোপ দূর করতে আপনি আলুর রস ব্যবহার করতে পারেন। খোসা ছাড়িয়ে আলুর পেস্ট বানিয়ে নিন। এবার রসটা ছেঁকে নিন।
ত্বকের যেসব অংশে দাগ রয়েছে তার উপর আলুর রস লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এছাড়া আলুর পাতলা স্লাইস কেটে সেটি ত্বকের উপর ঘষতে পারেন। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
আলু ব্যবহারের পর ময়েশ্চারাইজার মাখুন। দিনে দু'বার এই দুই উপায়ে আলু ব্যবহার করলে পুজোর আগেই দাগছোপ দূর হবে।
আরও পড়ুন