30 December 2023
মেকআপ না তুলেই রাতে শুয়ে পড়ছেন?
credit: istock
TV9 Bangla
বিয়ের মরশুম চলছে। আর মনভরে সাজগোজও করে চলেছেন। তারউপর শীতকাল মানেই ঘামে মেকআপ গলে পড়ারও চিন্তা নেই।
তাই নিজের ইচ্ছে মতো মেকআপ করে ফেলছেন। কারণ যতই হোক ড্রেসের সঙ্গে দরকার চোখের মোহময়ী টাচ। আর তা না করলে হয় নাকি।
কিন্তু সব কিছুর পর বাড়ি এসে সেই মেকআপ না তুলেই শুয়ে পড়লেন। আর এই ক্লান্তির কত বড় মাশুল দিতে হল আপনার ত্বককে, তা জানেন কি?
দীর্ঘক্ষণ ত্বকের উপর মেকআপ থাকলে বন্ধ হয়ে যায় রোমকূপ। তাতে স্কিনে ব্রণ, ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে।
সারাদিন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাখলেও ও সেই লিপস্টিক ভালোভাবে পরিষ্কার না করলে ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে।
মেকআপ ঠিক মতো তোলা না হলে দ্রুত বলিরেখা পড়ে যায়। এমনটাই জানাচ্ছেন রূপ বিশেষজ্ঞরা। ফলে এখনই সতর্ক হোন।
সবথেকে বিপজ্জনক হচ্ছে চোখের আশপাশের মেকআপ। আর সেই মেকআপ ঠিকমতো তোলা না হলে চোখের আশপাশে ভাঁজ পড়ে যায়।
চোখে কাজল, মাস্করা, আইশ্যাডো না পরিষ্কার করে ঘুমিয়ে পড়লে সংক্রমণের সম্ভাবনা থাকে। অনেক সময় চোখ চুলকায় ও জ্বালা করে।
আরও পড়ুন