শুষ্ক ত্বকের যত্নে নারকেলের দুধ

1 November 2023

পুজোর পর থেকেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। চামড়ায় টান ধরছে। স্নান সেরে বেরোলে তেল বা বডি লোশন মাখতে হচ্ছে।

এই সময় থেকে ত্বকের যত্ন না নিলে, শীত এলেই ত্বক আরও শুকিয়ে যেতে শুরু করবে। তাই এখনই ত্বকের আর্দ্রতা বজায় রাখা দরকার।

দুধ হল এমন একটি উপাদান, যা ত্বকের সৌন্দর্য ও আর্দ্রভাব বজায় রাখে। কিন্তু নারকেল দুধ ত্বকে দ্বিগুণ উপকারিতা এনে দিতে পারে।

ভিটামিন বি, সি ও ই-এর মতো ত্বকের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় নারকেলের দুধে। এছাড়া এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ।

শুষ্ক ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। প্রাকৃতিক ক্লিনজার হিসেবে দারুণ কাজ করে নারকেলের দুধ।

মুখে ভাল করে নারকেলের দুধ লাগিয়ে নিন। হালকা হাতে মালিশ করুন। এরপর ভিজে কাপড় দিয়ে ভাল করে মুখ মুছে নিন।

এমনকি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে নারকেলের দুধ। নারকেলের দুধে হলুদ ও চালের গুঁড়ি মিশিয়ে ত্বকের উপর লাগান।

এই ফেসপ্যাক লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। হালকা হাতে ত্বক স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। শেষে ময়েশ্চারাইজার মেখে নিন।