14 January 2024

হেঁশেলের ৪ উপাদানে ফেরান ত্বকের জেল্লা

credit: istock

TV9 Bangla

শীতকালে ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া দরকার। এই মরশুমে ত্বক ডিহাইড্রেট হয়ে যায়। এতে ত্বক নিস্তেজ ও জেল্লাহীন দেখায়।

শীতকালে ত্বকের যত্নে কোল্ড ক্রিম ব্যবহার করতেই হয়। কিন্তু কোল্ড ক্রিম ত্বকের আর্দ্রতা বজায় রাখলেও ত্বকের জেল্লা কেড়ে নেয়। 

এই মরশুমে ত্বকের যত্ন নেওয়ার জন্য কোল্ড ক্রিমের পাশাপাশি প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন। এতে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে।

হেঁশেলে থাকা সাধারণ উপাদানই আপনি ত্বকের দেখভাল করতে পারে। পাশাপাশি ত্বককে ময়েশ্চারাইজ রাখে ও জেল্লা বাড়িয়ে তোলে।

মধুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে হাইড্রেট করবে এবং পুষ্টি জোগাবে।

অ্যাভকাডো ম্যাশ করে মুখের উপর লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

দু'চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। এই ফেসপ্যাক ব্রণ, দাগছোপ সব সমস্যা দূর করে দেবে।

স্নানের সময় গায়ে ওটমিল স্ক্রাব করুন। এটি আপনার ত্বক থেকে মৃত কোষের আস্তরণ দূর করবে। এতে ত্বক কোমল ও মসৃণ হয়ে উঠবে।