28 January 2024

রোজ মুখে গোলাপ জল লাগাচ্ছেন?

credit: istock

TV9 Bangla

গোলাপ জলকে ফেসিয়াল টোনার হিসেবে ব্যবহার করেন অনেকেই। কিন্তু গোলাপ জল ফেস টোনারের উপকারিতা ঠিক কী কী তা আগে দেখুন।

গোলাপের পাপড়ি থেকে বানানো হয় এই সুগন্ধি জল। কসমেটিক ফর্মুলা, ওষুধ এবং সুগন্ধিতে ব্যবহার করা হয়। গোলাপ জলে ১০-৫০ শতাংশ গোলাপের তেল থাকে।

এতে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-মাইক্রোবায়াল, অ্যান্টি-অ্যাংজাইটি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান।

ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ত্বকের পিএইচ মাত্রার তারতম্য হলেই ত্বকেও তার প্রভাব পড়ে।

ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায় কিংবা তৈলাক্ত হয়ে ওঠে। গোলাপ জলের টোনার এই পিএইচ ভারসাম্য রক্ষা করে। মুখের ব্যাকটেরিয়াল সংক্রমণ কমাতে সাহায্য করে।

এতে আছে ভিটামিন সি। যা ত্বকের জেল্লা ফেরাতে সময় নেয় না। ত্বকের কোনও ক্ষত, কাটা-ছেঁড়া সারিয়ে তুলতে পারে।

গোলাপ জলে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এই কথা আমরা আগেই উল্লেখ করেছি। তাই ত্বকের লাল ভাব কমাতে সাহায্য করে।

কী ভাবে ব্যবহার করবেন? প্রথমে মুখ ক্লিনজিং করে নিন। ভাল করে মুছে নিন। তারপর এই টোনার একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। দিনে দুবার ব্যবহার করুন।