বিট কমাবে ত্বকের বয়স
04 December 2023
বয়সের সঙ্গে সঙ্গে মুখের চামড়া ঝুলে যায়। ত্বকে আগের মতো টান টান ভাব থাকে না। পাশাপাশি মুখভর্তি বলিরেখা প্রকাশ পায়।
ত্বকের মাধ্যমে বয়সকে ধরে রাখতে অনেকেই বোটক্সের সাহায্য নেন। বলিরেখা থেকে মুখের যাবতীয় দাগছোপ দূর হয় এই চিকিৎসায়।
বোটক্স সকলের জন্য নয়। এতে চামড়া টান হয় ঠিকই। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। পাশাপাশি এই চিকিৎসা যথেষ্ট খরচসাপেক্ষ।
বোটক্সের বদলে আপনি অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের উপর জোর দিতে পারেন। বিশেষত, এমন নাইট ক্রিম বাছুন, যা ত্বকের জেল্লা বাড়াবে।
বাজারে বিভিন্ন ধরনের নাইট ক্রিম পাওয়া যায়। কিন্তু সেরা ফল পেতে আপনি বাড়িতেও নাইট ক্রিম বানাতে পারেন, তাও বিট দিয়ে।
ব্লেন্ডারে বিটরুট মিহি করে বেটে নিন। এই মিশ্রণে জলও মেশাতে পারেন। কড়াইতে জল গরম করে তার মধ্যে বিট সেদ্ধ করে নিন।
এবার এই মিশ্রণের মধ্যে কর্নস্টার্চ পাউডার ঢেলে দিন। মিশ্রণটি ১৫ মিনিট ভাল করে ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
শীতে ত্বকের নিবিড় যত্ন দরকার। কোল্ড ক্রিমের পাশাপাশি ফেসপ্যাক আপনার ত্বকে কোমলতা এনে দিতে পারে।
আরও পড়ুন