23 December 2023
চুল পড়া নিমেষে বন্ধ করবে কারি পাতা তেল
credit: istock
TV9 Bangla
চুলের যত্ন নেওয়ার জন্যে নানা ঘরোয়া টোটকা রয়েছে, তা মেনে চলতে পারেন। ঘরোয়া হেয়ার মাস্ক বা হেয়ার অয়েলেও জুড়ি মেলা ভার।
চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কারি পাতাকে। কারিপাতায় উপস্থিত উপকারী উপাদানের গুণে চুলের জেল্লা হয় দেখার মতো। চুল গোড়া থেকে পুষ্টি পায়।
এর জন্য আপনাকে কারি পাতার তেল বানিয়ে নিতে হবে। আর তা আপনি বাড়িতেই বিশেষ কিছু উপাদান দিয়েই বানাতে পারবেন।
কারি পাতার তেল বানানোর জন্যে আপনার প্রয়োজন ৫ চামচ নারকেল তেল এবং ১০টি কারি পাতা। কিন্তু বানাবেন কীভাবে, তা দেখে নিন।
একটি ছোট পাত্র নিন। তার মধ্য়ে ৫ চামচ নারকেল তেল দিন। এবার হালকা আঁচে ওই তেল বসিয়ে দিন। আঁচ কিন্তু বাড়াবেন না।
ধীরে ধীরে তেল নাড়তে থাকুন। তেল গরম হয়ে যাবে। এরপর তার মধ্য়ে মিশিয়ে দিন কারি পাতা। এবারও অল্প আঁচে নাড়তে থাকুন।
তেল গরম হওয়ার পরে ধীরে ধীরে রং বদলাতে শুরু করবে। তেল আরও গাঢ় হবে। সেই সময়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর ভাল করে ছেঁকে নিয়ে ব্যবহার করুন। সামান্য গরম অবস্থায় চুলে ব্যবহার করতে পারেন। এতে উপকার বেশি পাবেন।
আরও পড়ুন