সুন্দর চুল পেতে কে না চান? কিন্তু চুলের যত্ন বিশেষ করে বড় চুলের যত্ন নেওয়া ঝক্কির কাজ।
যত্নের অভাবে মেয়েদের লম্বা চুল রুক্ষ হয়ে যায়। তা ঝরে পড়তে থাকে। এতে কেশরাশির যেন প্রাণহীন হয়ে পড়ে।
সুন্দপ চুল পেতে তাই পার্লারে গিয়ে চুল ‘স্ট্রেটনিং’ বা ‘স্মুদনিং’, ‘ক্যারাটিন ট্রিটমেন্ট’ করার চলও বেড়েছে। কিন্তু বাড়িতেও আপনি এই কাজ করতে পারেন।
ম্যাগনেশিয়াম, ফোলেট, ভিটামিন এ, সি, কে-সহ নানা খনিজ রয়েছে ঢেঁড়সে। পিচ্ছিল এই সব্জি শরীর ভাল রাখতে অত্যন্ত কার্যকর। পাশাপাশি চুলের খেয়ালও রাখতে সক্ষম।
তাই ঢেঁড়শ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন হেয়ার প্যাক। সেই হেয়ারপ্যাকই আপনার রুক্ষ চুলে প্রাণ ফেরাবে।
তাজা ঢেঁড়স, কর্নফ্লাওয়ার, নারকেল তেল দিয়ে তৈরি করা যাবে ফেসপ্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন।
ঢেঁড়শ ফুটিয়ে মিশ্রণ মিক্সারে বাটুন। তার পর ছেঁকে নিন। এতে কর্নফ্লাওয়ার মিশিয়ে ফের ফুটিয়ে ঘন ক্রিমে পরিণত করুন। তার পর তাতে নারকেল তেসল বা আমন্ড তেল মেশান।
পরিষ্কার চুলে এই মিশ্রণ আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ঘণ্টাখানেক রাখুন। তার পর তা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।