10 January 2024

ঘরে তৈরি টোনারেই ফিরবে জেল্লা

credit: istock

TV9 Bangla

শীতকালে রুক্ষ ত্বকে জেল্লা ফেরাতে একগাদা ক্রিম মাখছেন? কিন্তু কোনওভাবেই উপকার পাচ্ছেন না। তার জন্য একাই একশো জবা ফুল।

এই ফুলের নির্যাস থেকে তৈরি টোনার আপনার ত্বকের জেল্লা তো বাড়াবেই, সেই সঙ্গে বেশ কিছু সমস্যাও নিয়ে আসবে নিয়ন্ত্রণে।

ফলে বাড়িতেই আপনি জবা ফুল দিয়ে টোনার তৈরি করে নিতে পারবেন। জবা ফুলের টোনার কীভাবে বানাবেন, তা দেখে নিন।

এর জন্য প্রথমে ১০টি জবা ফুলের পাপড়ি ছাড়িয়ে নিন। পাপড়িগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে কাগজের উপর বিছিয়ে রাখুন।

তারপর তা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এদিকে একটি সসপ্যানে ৩ কাপ জল নিয়ে ওভেনে বসিয়ে দিন। প্রথমে আঁচ বাড়িয়ে জল গরম করে নিন।

তারপর মাঝারি আঁচে রাখুন। এবার জলের মধ্য়ে জবার পাপড়িগুলি মিশিয়ে দিন। কিছুক্ষণ পর জল ফুটতে শুরু করবে।

জল ফুটতে ফুটতে রং বদলাবে। জল প্রায় অর্ধেক হয়ে গেলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। জল ঠান্ডা হওয়া মাত্র একটি সাদা কাপড়ে ছেঁকে নিন।

এই জলের মধ্য়ে ৩ চামচ গোলাপ জল দিন। তারপর টি ট্রি অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল ৫ ফোঁটা করে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে রাখুন। এবার ফ্রিজে রেখে দিন।