21 January 2024
মাত্র কয়েক দিনেই পাবেন ঘন চোখের পাতা
credit: istock
TV9 Bangla
মাস্কারা ব্যবহার করেও চোখের পাতা খুব পাতলা দেখায়? কিন্তু সব সময় কতই বা আর মাস্কারা ব্যবহার করবেন?
তাই আপনি যদি আইল্যাশ কিংবা চোখের পাতার বিশেষ যত্ন নিতে পারেন, তাহলে বারবার মাস্কারা লাগিয়ে তা কার্ল করার প্রয়োজন পড়বে না।
বরং প্রাকৃতিক উপায়ে চোখের পাতার যত্ন নিলেই হবে। তাও আবার বাড়িতেই সম্ভব। জেনে নিন বাড়িতেই কীভাবে চোখের পাতার যত্ন নিতে হবে।
আপনি চোখের পাতা ঘন করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। ক্যাস্টর অয়েলে আছে প্রচুর পরিমাণে Ricinoleic acid।
চুল পড়া কম করে এই উপাদান। তাই চোখের পাতা ঘন করার জন্যেও এই উপাদান কিন্তু সাহায্য করতে পারে।
তবে ক্যাস্টর অয়েল ব্যবহারে চুল অতিরিক্ত রুক্ষ-শুষ্ক হয়ে উঠতে পারে। তাই চোখের পাতায় ক্যাস্টর অয়েল ব্যবহারের আগে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
প্রথমে চোখের পাতা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিন। এবার আপনার প্রয়োজন কটন বাডস। এই কটন বাডস কোল্ড প্রেসড ক্যাস্টর অয়েলে ভিজিয়ে নিন।
সেই বাড ভাল করে চোখের উপরের ও নিচের পাতায় লাগিয়ে নিন। তারপর ঘুমাতে যান। পরের দিন সকালে উঠে চোখ পরিষ্কার করে নিন।
আরও পড়ুন