হোমমেড বডি বাটার বাঁচাবে খরচ
03 December 2023
ঠান্ডা না পড়লেও শুষ্ক আবহাওয়ায় ত্বকের সমস্যা বাড়ছে। স্নান সেরে বেরোলে বডি লোশনে না মেখে থাকা যাচ্ছে না।
হাত-পায়ে খসখসে ভাব প্রতিরোধ করতে কার্যকর বডি বাটার। শুষ্ক ত্বকে বডি লোশনের চেয়েও সেরা কাজ দেয় বডি বাটার।
বাজারে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের বডি বাটার পাওয়া যায়। সেগুলো দারুণ কার্যকর। কিন্তু দাম তার আকাশছোঁয়া।
কম খরচে ভাল মানের বডি বাটার খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে বডি বাটার বানিয়ে নিন।
হাতের কাছে রাখুন শিয়া বাটার, কোকো বাটার, নারকেল তেল, জোজোবা অয়েল এবং পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল।
প্রথমে শিয়া বাটার ও কোকো বাটার গলিয়ে নিন। খেয়াল রাখুন এই দুই উপাদান যেন একে-অপরের সঙ্গে ভাল করে মিশে যায়।
এবার শিয়া ও কোকো বাটারের মিশ্রণের সঙ্গে নারকেল তেল মিশিয়ে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে এতে জোজোবা অয়েল মেশান।
সকালে ঘুম ভাঙে চায়ের কাপে চুমুক দিয়ে। তার মুখ দিয়ে দিনের শুরু করে। এই অভ্যাস আপনার ত্বকের জন্যও ভাল।
আরও পড়ুন